চলতি মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
আজ শুক্রবার (২ মে) সেই সূচি চূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯ টাই শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচই।
আজ এক বিবৃতিতে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ছেলেদের দলের বিপক্ষে আরেকটি টি–টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারায় আমরা রোমাঞ্চিত। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।’
প্রসঙ্গত, এখন পর্যন্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে সবগুলো ম্যাচেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা।