আগের ম্যাচে ৩৫ বলে ঝড়ো শতরান হাঁকানো বৈভব সূর্যবংশী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হলেন সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতার। দীপক চাহারের বলে মাত্র ২ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন এই তরুণ ব্যাটসম্যান।
সর্বশেষ গতকাল (বৃহস্পতিবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বাস্তবতা টের পেলেন। এদিন শূন্য রানে সাজঘরে ফিরেছেন ১৪ বছরের বৈভব। সেই সঙ্গে যেন অমোঘ শিক্ষাটাও পেলেন, ক্রিকেট যেমন সাফল্য দেবে, তেমনই কঠিন পরীক্ষাও নেবে। জীবনে যেমন উত্থান-পতন রয়েছে, ক্রিকেটও সেই পাঠ দেয়।
ম্যাচের পর মুম্বাইয়ের অভিজ্ঞ পেসার দীপক চাহার জানান, বৈভবের ব্যাটিংয়ের দুর্বলতা তিনি ধরতে পেরেছিলেন। যদিও সেই দুর্বলতা ঠিক কী, তা তিনি স্পষ্ট করেননি।
চাহার আরও বলেন, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বৈভবের বিস্ফোরক ইনিংসটি তাদের ভাবিয়েছিল। প্রত্যেক ব্যাটসম্যানের নিজস্ব খেলার ধরণ থাকে, যেখানে তারা শক্তিশালী এবং দুর্বল উভয় দিকেই থাকে। একজন বোলার হিসেবে তাদের কাজ হলো সেই দুর্বল জায়গাটি খুঁজে বের করা।
বৈভবের ক্ষেত্রেও তারা সেই পরিকল্পনা করেছিলেন এবং এই ম্যাচে তা সফল হয়েছে। চাহার বৈভবকে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে তার ভালো খেলার আশা প্রকাশ করেন।
এদিন আইপিএল ৫০তম ম্যাচে প্রথমে ব্যাট করে মুম্বাই ২ উইকেট হারিয়ে ২১৭ রানের বিশাল পুঁজি পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিশাহীন হয়ে পড়ে রাজস্থান। ২৩ বল আগে অল আউট হয়ে যাওয়ার আগে তাদের সংগ্রহ ছিল ১১৭ রান। ১০০ রানের বিশাল জয়ে টেবিলের চূড়ায় উঠে গেল মুম্বাই। ১১ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থানের অবস্থান ৮ নম্বরে। সমান ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে মুম্বাই ইন্ডিয়ানস।
এদিকে আইপিএলের আগের তিনটি ম্যাচে বৈভবের ব্যাটিং দেখে এটা স্পষ্ট যে তিনি শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করেন। চাহারের পরিকল্পনা ছিল মন্থর গতিতে বল করা এবং সেই ফাঁদে পা দিয়েই আউট হন বৈভব। ক্রিকেট জীবনের মতোই ভারসাম্যপূর্ণ, ৩৫ বলে সেঞ্চুরির পর ২ বলে শূন্য রানের অভিজ্ঞতা সেই কথাই যেন আরও একবার প্রমাণ করলো।