তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওয়ানডে) ও দুটি চারদিনের ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী ৫ মে থেকে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে।
ঘরের মাঠে আসন্ন এই সিরিজকে সামনে রেখে সম্প্রতি প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই ‘এ’ দলে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে ঘোষিত স্কোয়াডে মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমনের পাশাপাশি ছিলেন মুস্তাফিজুর রহমান।
তবে শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে দলে এসেছেন খালেদ আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
জানা গেছে, চলতি মাসে বাংলাদেশ জাতীয় দলের দুটি টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এই কারণে মুস্তাফিজুর রহমানকে সম্পূর্ণ ফিট রাখার জন্যই নির্বাচকরা তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ৫ মে সিলেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আগামী ১০ মে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপরই শুরু হবে দুটি চারদিনের ম্যাচের টেস্ট সিরিজ। ১৪ মে সিলেটে সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ২১ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ।