ইংলিশ প্রিমিয়ার লিগে হামজা দেওয়ান চৌধুরীর লাল-সবুজ জার্সিতে অভিষেকের পর এবার সেই পথে হাঁটছেন আরেক প্রবাসী ফুটবলার, কানাডার সামিত সোম। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নপূরণে তিনি ইতোমধ্যে কানাডার বাংলাদেশি কনস্যুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেছেন।
দীর্ঘদিন ধরেই সামিতের বাংলাদেশে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও, হামজার অভিষেক তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সম্প্রতি টরন্টোতে বাংলাদেশি কনস্যুলেট অফিসে পাসপোর্টসংক্রান্ত কাজে গেলে সেখানে তার সাথে কথা হয় কানাডা প্রবাসী ক্রীড়া সাংবাদিক আবু সাদাতের।
সেই আলোচনায় সামিত জানান, বাংলাদেশের ফুটবলের উন্নতি এবং হামজা চৌধুরীর অংশগ্রহণ দেখেই তিনি আগ্রহী হয়েছেন। এ ছাড়াও তারিক কাজী, জামাল ভূঁইয়া, কাজেম শাহ ও সায়েদের মতো পরিচিত মুখও তাকে উৎসাহিত করেছে।
বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত সামিত বলেন, ‘এখানে এসে সবকিছু বাস্তব মনে হচ্ছে। আশা করি, পাসপোর্ট ও ফিফার অনুমোদন দ্রুত পাব এবং বাংলাদেশের জন্য খেলতে পারব।’
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নামার ব্যাপারেও তিনি আশাবাদী। এর আগে বাংলাদেশে এলেও এবার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর অনুভূতি তার কাছে ‘অন্যরকম ও উত্তেজনাপূর্ণ’ হবে বলে মনে করেন তিনি।
সামাজিক মাধ্যমে দেশের ফুটবল ভক্তদের কাছ থেকে পাওয়া ব্যাপক সাড়ায় আপ্লুত সামিত। তিনি বলেন, ‘অনেক সাড়া পাচ্ছি এবং আমি খুব খুশি।’ যারা তাকে বার্তা ও শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাঠে সেরাটা দেওয়ার লক্ষ্য তার।
আপনার মতামত লিখুন :