নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে ৩৪৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন।
বুধবার (৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক নিক কেইলি।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন। তবে দলীয় ১২ রানে ক্রিস্টন ক্লার্কের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ইমন। সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত খাতায় ৮ রান যোগ করেন এই ব্যাটার।
এরপর এনামুল হক বিজয়কে নিয়ে ৭৩ রানের পার্টনারশিপ গড়েন নাঈম। দু’জনেই হাঁটেন অর্ধশতকের পথে। তবে তা হয়নি। দলীয় ৮৫ রানে বিজয় এবং ৯৭ রানে সাজঘরে ফেরেন এই দুই ব্যাটার। বিজয় ৩৪ বলে ৩৯ ও নাঈম ৪১ বলে ৪০ রান করে বিদায় নিলে দলের হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহান।
চতুর্থ উইকেটে ২২৫ রানের পার্টনারশিপ গড়েন সোহান ও অঙ্কন। দুজনই তুলে নেন সেঞ্চুরি। ১০১ বলে ৭টি করে চার-ছক্কায় ১১২ রান করে সোহান থামেন দলীয় ৩২২ রানে।সোহানের বিদায়ের পর মোসাদ্দেককে অপর প্রান্তে রেখে অঙ্কনও পূর্ণ করেন সেঞ্চুরি।
শেষ ওভারে বিদায় নেওয়ার আগে ১০৮ বলে ১০৫ রান করেন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান দাঁড়ায় বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ।
আপনার মতামত লিখুন :