শ্রীলঙ্কাকে ৩-২ ব্যবধানে সিরিজ হারিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের যুব ক্রিকেটাররা। শুক্রবার (৯ মে) দুপুর ১২টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছেছে তারা।
এর আগে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। যেখানে প্রথম ম্যাচে হারার পর টানা তিন ম্যাচে জয় পায় যুব টাইগাররা। ৫ম ম্যাচে হারলেও সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ৬ষ্ঠ ম্যাচে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৬ষ্ঠ ম্যাচ পরিত্যক্ত হলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
দেশে ফেরার পর আপাতত কয়েকদিনের ছুটিতে যাবেন অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। এরপর আগামী ২০ মে আবারও ক্যাম্পে যোগ দিবেন তারা।
প্রসঙ্গত, আগামী ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ার অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আইসিসির এই টুর্নামেন্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে এমন দাপুটে জয় যুব টাইগারদের অনুপ্রেরণা যোগাবে। অবশ্য এর আগে একাধিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশে।
আপনার মতামত লিখুন :