ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

নেইমারের গ্যারেজে নতুন ‘অতিথি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ১২:৩০ পিএম
ছবি-সংগৃহীত

বিলাসবহুল গাড়ির প্রতি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ভালোবাসা কারো অজানা নয়। সময় ও সুযোগ পেলে দামি গাড়ি কিনে নিজের গ্যারেজে যোগ করা যেন তার পুরোনো অভ্যাস।

সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে পোরশে ৯১১ জিটি-৩ আরএস।

মডেলটির দাম প্রায় ২ লাখ ৪১ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা। রেস ট্র্যাকে যেমন প্রযুক্তি দেখা যায়, তেমনই ফর্মুলা ওয়ান অনুপ্রাণিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এ গাড়িতে।

মাত্র ৩.২ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তোলার ক্ষমতা রাখে। মূলত ৫২৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের কারণেই এটি সম্ভব। 

গাড়িটির নির্মাতা কোম্পানির দাবি, এটি ‘সক্রিয় অ্যারোডাইনামিকস’, উচ্চ ডাউনফোর্স এবং হালকা ও নির্ভুল কাঠামোর সমন্বয়ে গড়া একটি শক্তিশালী যান। রেস ট্র্যাকে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পাশাপাশি এটি সড়ক চলাচলের উপযোগীও।

নেইমারের ব্যক্তিগত গ্যারাজে আগেই জায়গা করে নিয়েছে আরও একাধিক বিলাসবহুল গাড়ি। এর মধ্যে রয়েছে মার্সিডিস ক্লাস জি, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, লাম্বোরগিনি হুরাকান এসটিও, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স এবং রেঞ্জ রোভার ফার্স্ট এডিশনের মতো হাই মডেলের গাড়ি।

তবে এসব গাড়ি ব্যবহার নিয়ে নেইমারকে কিছুটা বাধার মুখে পড়তে হয়। ব্রাজিলের আইন অনুযায়ী, ৩০ বছরের বেশি পুরোনো সংগ্রহযোগ্য গাড়ি ছাড়া অন্য গাড়ি আমদানির ওপর রয়েছে কঠোর বিধিনিষেধ। 

দেশের স্থানীয় অটোমোবাইল শিল্পকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এই আইন কার্যকর রাখা হয়েছে।

তবে আন্তর্জাতিক অঙ্গনে খেলা নেইমারের পক্ষে এসব গাড়ি ব্যবহার করা একেবারে অসম্ভব নয়। ইউরোপ বা মধ্যপ্রাচ্যে থাকা সময়েই মূলত এসব দামি বাহন চালিয়ে থাকেন তিনি।