ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

৭ গোলের থ্রিলারে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ১০:৩০ পিএম
গোল উদযাপন করছেন বার্সা ফুটবলাররা ।। ছবি: সংগৃহীত

লা-লিগায় মৌসুমের শেষ ‘এল ক্লাসিকোতে ৭ গোলের থ্রিলারে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। অন্যদিকে রিয়ালের হয়ে হ্যাট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।

রোববার (১১ মে) ঘরের মাঠে পয়েন্ট না হারালেই শিরোপা আরও কাছে চলে যাবে এমন সমীকরণে রিয়ালের মুখোমুখি হয় বার্সা।

এস্তিয়াদ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ। ৫ মিনিটে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে দেন। আর ১৫ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বলে এমবাপ্পেই ব্যবধান দ্বিগুণ করেন।

তবে দুই গোলে পিছিয়ে পড়েও হার মানেনি হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। ১৯ মিনিটে কর্নার থেকে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান কমায় কাতালানরা। এরপর দৃশ্যপট পাল্টে যায়। ৩২ মিনিটে ইয়ামালের বাঁকানো শটে ম্যাচে সমতা ফেরে দলটি।

এর কিছুক্ষণ পরেই রাফিনিয়ার দুর্দান্ত শটে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধের শেষদিকে এমবাপ্পে পেনাল্টির সুযোগ পেলেও ভিএআরের মাধ্যমে তা বাতিল হয়। তবে থেমে থাকেনি বার্সা, ৪৫ মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে প্রথমার্ধেই ম্যাচ প্রায় নিজেদের করে নেয়।

বিরতি থেকে ফিরে বার্সাকে দেখা যায় কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে। গোল করার চেয়ে গোল আটকানোই তাদের জন্য মুখ্য হয় দলটির জন্য। এসময় বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করে ভিনি-এমবাপ্পেরা।  

দ্বিতীয়ার্ধে যে রিয়ালের ম্যাচে ফেরার চেষ্টা একেবারে ব্যর্থ হয়নি। ম্যাচের ৭০তম মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেনি কিলিয়ান এমবাপ্পে। কাউন্টার অ্যাটাকে ভিনির বাড়ানো বল থেকেই নিজের তৃতীয় গোলটি পূর্ণ করেন তিনি।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল করে বার্সা। যদিও ফার্মিন লোপেজের করা গোলটি শেষ পর্যন্ত ভিএআরে বাতিল হয়। ফলে ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে হ্যান্সি ফ্লিককে।

এ জয়ে লা-লিগায় নিজেদের শীর্ষস্থান আরও পোক্ত করলো বার্সেলোনা। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। সমান ম্যাচে ৭ পয়েন্ট কম নিয়ে টেবিলের ২য় স্থানে আছে রিয়াল।