ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

হোঁচট খেল লিভারপুল

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৮:৪৮ এএম
প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে আর্সেনাল। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে এক রোমাঞ্চকর ম্যাচে ২-২ গোল সমতা নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল ও আর্সেনাল।

রোববার (১১ মে)  অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে এগিয়ে যায় লিভারপুল, কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

প্রথম হাফে দাপট দেখায় স্বাগতিকরা। দুই গোল করে মাত্র এক মিনিটের ব্যবধানে। ২০তম মিনিটে লিভারপুলের স্কোরশিটে নাম লেখান কোডি গাকপো। তার পরের মিনিটেই সোবোসালাইয়ের পাস থেকে গোল করেন লুইজ দিয়াজ। এরপরেও প্রথম হাফে বেশকিছু আক্রমণ চালিয়েছে লিভারপুল। তবে গোলের দেখা পায়নি।

দ্বিতীয় হাফের শুরুতেই এক গোল শোধ দেয় আর্সেনাল। ৪৭তম মিনিটে ট্রসার্ডের ক্রস থেকে হেডে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৭০ মিনিটে মিকেল মেরিনোর গোলে সমতা আনে আর্তেতার দল। তবে গোল করার নয় মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়ছে হয়েছে মেরিনোকে।

শেষ দশ মিনিট ১০ জনের আর্সেনালকে চেপে ধরে লিভারপুল। তবে গোল করতে ব্যর্থ হয় অল রেডরা। গত সপ্তাহে চেলসির কাছে ৩-১ গোলে হেরেছিল লিভারপুল। ম্যাচ শুরুর আগে অ্যানফিল্ডে লিভারপুলকে গার্ড অব অনার দেয় আর্সেনাল।

৩৬ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।