ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

বার্সা-রিয়াল ম্যাচের একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৭:৫১ পিএম
ছবি: সংগৃহীত

লা-লিগার শিরোপা নির্ধারণী ম্যাচে ঘরের মঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। রোববার (১১ মে) বাংলাদেশ সময় রাত ৮.১৫ মিনিটে শুরু হবে এ ম্যাচ। এরই মধ্যে দুই দলই এ ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।

একনজরে দেখে নিন ‘এল ক্লাসিকো’র একাদশ-

বার্সেলোনা: সেজনি, এরিক গার্সিয়া, পাউ কুবার্সি, ইনিগো মার্তিনেজ, জিরার্ড মার্টিন, ফ্রেঙ্কি ডি জং, ডেনি অলমো, লামিন ইয়ামাল, রাফিনিয়া, ফেরান তোরেস।

রিয়াল মাদ্রিদ: থিয়াগো কর্তোয়া, গার্সিয়া, এসেনসিও, চুয়োমেনি, লুকাস ভাসকেজ, ভালভার্দে, কেবালস, ভিনিসয়াস জুনিয়র, জুড বেলিংহাম, আর্দ্রে গুলার, কিলিয়ান এমবাপ্পে।