লা লিগার এল ক্লাসিকোয় বার্সেলোনার মাঠে মাত্র ১৪ মিনিটের মধ্যে জোড়া গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম গোলটি পেনাল্টি থেকে করার পর দ্বিতীয়টি করে নিজের অভিষেক মৌসুমে রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জায়গা করে নিলেন এই ফরাসি তারকা।
প্রায় তিন দশক ধরে থাকা রেকর্ডটি এতদিন ধরে রেখেছিলেন চিলির কিংবদন্তি ইভান সামোরানো। ১৯৯২-৯৩ মৌসুমে রিয়ালের হয়ে ৩৭টি গোল করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে ৩৮ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন এমবাপ্পে।
পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সামোরানোর রেকর্ডে ভাগ বসান এমবাপে। এরপর ১৪তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে পাওয়া বল ডান পায়ে নেটের জালে পাঠিয়ে গড়েন নতুন ইতিহাস।
চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৫৩ ম্যাচে ৩৮ গোল করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর ফলে তিনি পেছনে ফেলেছেন রবার্ট লেভানদোভস্কিকে (২৫ গোল) এবং উঠে এসেছেন লা লিগার চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে।