ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫

অ্যাডামসের বিদায়, টাইগারদের কোচ হিসেবে আসছেন শন টেইট?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৫, ১২:৫১ পিএম
আন্দ্রে অ্যাডামস ও অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। ছবি- সংগৃহীত

বিসিবির পেস বোলিং কোচ হিসেবে আর দেখা যাবে না আন্দ্রে অ্যাডামসকে। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তার দায়িত্বে থাকার কথা থাকলেও, এর আগেই শেষ হচ্ছে এই নিউজিল্যান্ডারের মিশন। 

গতকাল শনিবার (১০ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফুল দিয়ে তাকে বিদায় জানান জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।

২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর অ্যাডামসকে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। 

তাসকিন আহমেদ–নাহিদ রানাদের পেস বোলিং কোচ হিসেবে অ্যাডামসকে দায়িত্ব দেয় বিসিবি। তবে এক বছরের বেশি সময় পার হওয়ার পর বিসিবি নতুন মুখ খুঁজতে শুরু করে এবং সিদ্ধান্ত নেয় অ্যাডামসের সঙ্গে মেয়াদ না বাড়ানোর।

বোর্ডের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। খেলোয়াড়ি জীবনে মাত্র তিনটি টেস্ট খেললেও ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন এই ডানহাতি পেসার।

গতির জন্য সুপরিচিত টেইট অবসরের পর পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

এদিকে বিপিএলের সর্বশেষ আসরে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করার সময় থেকেই টেইটের সঙ্গে বিসিবির যোগাযোগ ছিল। এমনকি ২০২২ সালেও তাঁর সঙ্গে আলোচনা হয়েছিল, যদিও তখন তিনি নিজেই সরে দাঁড়ান। তবে এবার আলোচনা ইতিবাচক বলে জানা গেছে।