কিছুক্ষণের পরেই মাঠে গড়াবে মৌসুমের শেষ এল ক্লাসিকে। চলতি মৌসুমে লা-লিগার শিরোপার ভাগ্য অনেকটাই নির্ভর করছে বার্সা-রিয়ালের এই ম্যাচের ওপর। তবে এল ক্লাসিকোর উত্তাপ শুরু হওয়ার আগেই আরেকটি শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা- লা লিগা ফেমেনিনো বা স্পেনের নারী লিগের শিরোপা।
আজ রোববার (১১ মে) রিয়াল বেতিসের বিপক্ষে ৯-০ গোলের বড় জয় তুলে নিয়ে এবারের লিগ চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনার নারী দল। এটি তাদের ১০তম লিগ শিরোপা। এ নিয়ে টানা ৬ষ্ঠবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে তারা। এই শিরোপা জয়ে দুই নম্বরে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের তুলনায় এখন দ্বিগুণ লিগ শিরোপা রয়েছে বার্সার।
গত ছয় মৌসুম ধরে লিগে একচেটিয়া আধিপত্য বিস্তার করে চলেছে বার্সেলোনার নারী দল। অন্য কোনো দল এখন পর্যন্ত তাদের ঘাঁটিতেও পারেনি। এ বছরও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন অধিনায়ক আইতানা বোনমাতি ও আলেক্সিয়া পুতেয়াসের নেতৃত্বাধীন দলটি।
এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা এখন পর্যন্ত ২৯ ম্যাচে ২৭ জয় এবং মাত্র ২ হার নিয়ে ৮১ পয়েন্ট সংগ্রহ করেছে।
লিগের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ ২৯ ম্যাচে সংগ্রহ করেছে ৭৫ পয়েন্ট। তবে লিগ জিততে না পারলেও নারীদের এল ক্লাসিকোতে এবারই প্রথমবার বার্সেলোনাকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে রিয়ালের নারীরা। এর আগে টানা ১৮ ম্যাচে জয়ী ছিল বার্সা।
আপনার মতামত লিখুন :