ফিফা ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ হচ্ছেন ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপ উপলক্ষে এমন পদক্ষেপ নিয়েছেন।
গতকাল সোমবার বুয়েনস আইরেসে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে তিনি একটি তালিকা জমা দিয়েছেন, যাতে রয়েছেন ১৫ হাজারের বেশি সহিংস আর্জেন্টাইন ফুটবল সমর্থক। এই তালিকাভুক্ত ব্যক্তিদের আসন্ন ক্লাব বিশ্বকাপে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণ, যেখানে ৩২টি দল অংশ নেবে। আর্জেন্টিনা থেকে অংশ নিচ্ছে দুই ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট।
এই দুই ক্লাবের অনেক সমর্থক অতীতে সহিংসতার সঙ্গে যুক্ত ছিলেন, এমন অভিযোগ রয়েছে।
বুলরিখ সাংবাদিকদের জানান, ‘এই তালিকায় ১৫ হাজারেরও বেশি মানুষের নাম রয়েছে, যাঁরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে যারা অপরাধমূলক ও সহিংস কাজ করেছেন, তাঁদের আন্তর্জাতিক টুর্নামেন্টেও ঠাঁই হবে না।’
এই তালিকা তৈরি করা হয়েছে ‘ট্রিবিউনা সেগুরা’ নামে একটি নিরাপত্তা প্রোগ্রামের আওতায়। বুলরিখ জানান, এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের শুরু থেকে ১,৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি দর্শককে নজরদারিতে রাখা হয়েছে। এ
র মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাসহ ১,১৬৬ জনকে চিহ্নিত করা হয়েছে এবং ৪০টির বেশি প্রশাসনিক আদেশে তাঁদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এবারের ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স ‘সি’ গ্রুপে খেলবে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকার বিপক্ষে। অন্যদিকে, ‘ই’ গ্রুপে রিভার প্লেট মুখোমুখি হবে উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরি ও ইন্টার মিলানের।