রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতের বেলায় মোটরসাইকেল চালিয়ে মুক্তমঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় ঢাবির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। অধ্যাপক নিয়াজ আহমদ নিজেই বাসভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং বিক্ষোভ মিছিলে অংশ নেন।
পরবর্তীতে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় যা টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। এ ঘটনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, সাম্যর ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। সহপাঠীরা তাকে হাসপাতালে আনেন। আমরা শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।