রাজশাহীতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা।
আগামীকাল (বুধবার) রাজশাহীতেই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ ইমার্জিং দল চাচ্ছে জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিতে।
অপরদিকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল মাঠে লড়বে সমতায় ফেরার লক্ষ্য নিয়ে।
বাংলাদেশ ইমার্জিং দলের সম্ভাব্য একাদশ
মাহফিজুল ইসলাম, জিশান আলম, প্রীতম কুমার , আরিফুল ইসলাম, আহরার আমিন, মাহফুজুর রহমান রাব্বি, আকবর আলী, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, রিপন মন্ডল, আসাদুজ্জামান পায়েল।