বাংলাদেশ ‘এ’ দল এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার চার দিনের টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে ২০৪ রানের লিড নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দল।
আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে কিউইরা।
এর আগে, প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাবে বাংলাদেশ ২৬৮ রান করে ১২ রানের লিড পায়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ওপেনার রাইস মারিউ ৬ রান করে আউট হন। তবে এরপর জো কার্টার এবং নিক কেলি মিলে প্রতিরোধ গড়ে তোলেন। দলীয় ৮৫ রানে অধিনায়ক জো কার্টার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
তবে কেলি এক প্রান্ত আগলে রাখেন। রিটায়ার্ড হার্ট থেকে ফিরে এসে কার্টারও হাফ-সেঞ্চুরি তুলে নেন। ১৩৮ বলে ৫৮ রান করে তিনি আউট হন।
দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন নিক কেলি। ১৯৬ বলে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মুরাদ ৩টি উইকেট শিকার করেছেন। এছাড়া খালেদ আহমেদ এবং নাঈম হাসান প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।
আপনার মতামত লিখুন :