রোহিত শর্মা আর বিরাট কোহলির টেস্ট থেকে বিদায় ভারতীয় ক্রিকেটকে নতুন নেতৃত্বের সন্ধানে ঠেলে দিয়েছে। কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক, এ প্রশ্নে এখন উত্তাল ভারতের ক্রিকেট মহল।
একাধিক নাম আলোচনায় থাকলেও প্রাক্তন কোচ রবি শাস্ত্রী নেতৃত্বে দেখতে চান না জাসপ্রিত বুমরাহকে।
বুমরাহর ধারাবাহিক চোট-জর্জর ক্যারিয়ারকে সামনে রেখে ভারতের সাবেক কোচের যুক্তি ‘দীর্ঘমেয়াদি নেতৃত্বের জন্য প্রয়োজন একজন নিয়মিত পারফর্মার এবং টানা খেলা চালিয়ে যেতে সক্ষম খেলোয়াড়।’
শাস্ত্রীর মতে এমন কাউকে অধিনায়ক করা হোক, যিনি আগামী বেশ কিছু বছর টানা ভারতের হয়ে খেলবেন, ‘কাউকে অধিনায়ক হিসাবে তৈরি করা হোক। আমার মনে হয় শুভমানকে অধিনায়ক করলে ভাল হবে। সেই সুযোগ দেওয়া হোক ওকে।’
সংবাদ সংস্থা পিটিআই’য়ের মাধ্যমে বোর্ডকে একই পরামর্শ দিয়েছেন গাভাস্কারও, ‘কয়েক বছর লাগবে আগামী অধিনায়ক বেছে নেওয়ার জন্য। রোহিত, কোহলি, (মহেন্দ্র সিংহ) ধোনির মতো অধিনায়ক পেতে সময় লাগে।
ওরা সকলেই নেতৃত্বের এক একটা নতুন দিক খুলে দিয়েছিল। ‘শুভমান, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত—এই তিনজন দৌড়ে রয়েছে। তবে শুভমান একটু এগিয়ে।’
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। শোনা যাচ্ছে, শুধু অধিনায়ক নয়, সহ-অধিনায়কের পদ থেকেও সরানো হতে পারে বুমরাহকে। ইংল্যান্ড সফরের আগেই আসতে চলেছে আনুষ্ঠানিক ঘোষণা।
রোহিত-কোহলির অবসরের পর টেস্ট দলে নেতৃত্বের শূন্যতা মেটাতে বিসিসিআইয়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ—তৈরি করতে হবে নতুন এক দীর্ঘমেয়াদি অধিনায়ক, যিনি দলকে এগিয়ে নিয়ে যাবেন ভবিষ্যতের পথে।