পাক-ভারত যুদ্ধের প্রভাবে বন্ধ হয়েছিলো আইপিএলের চলতি আসর। বিরতির পর আজ আবারও শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর।
আজকের একমাত্র ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু খেলায় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
আজ শনিবার (১৭ মে) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। এদিন খেলা শুরু হওয়ার আগ থেকেই চিন্নাস্বামীতে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টসও করা যায়নি।
বাংলাদেশ সময় রাত ৮:৩১ এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝড়ছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, মাঠের পরিস্থিতি বলছে, খেলা কখন শুরু করা যাবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে।
এদিকে বেঙ্গালুরুতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। যদিও আজ সকালে আকাশ পরিষ্কার ছিল, তবে সন্ধ্যার দিকে ফের মেঘলা হয়ে যায়। আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, শনিবার সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ।
সময় যত গড়াবে, বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। পূর্বাভাস অনুযায়ী, রাত ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ এবং রাত ৯টায় ৭১ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও রাত ১০টার পর বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির এই পরিস্থিতিতে পুরো ৪০ ওভারের খেলা হওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে। এমনকি ম্যাচটি ভেস্তেও যেতে পারে। নিয়ম অনুযায়ী, ফল পেতে হলে অন্তত ৫ ওভার করে দুটি ইনিংস খেলা বাধ্যতামূলক।
ম্যাচে যদি ফল না আসে, তবে প্লে-অফের লড়াইয়ে বড় ধাক্কা খাবে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে তাদের বাকি দুটি ম্যাচেই জিততে হবে। আজকের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে তারা পাবে মাত্র ১ পয়েন্ট। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ১৪।
ইতিমধ্যেই গুজরাট টাইটানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৬ পয়েন্ট এবং পাঞ্জাব কিংসের ১৫ পয়েন্ট হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসেরও ১৪ ও ১৩ পয়েন্ট রয়েছে।