দীর্ঘ বিরতির পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা সাকিব আল হাসানের জন্য শঙ্কা তৈরি করেছে বৃষ্টি। রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে।
আজ রোবাবার (১৮ মে) ম্যাচের টসের ঠিক আগ মুহূর্তে শুরু হয় বৃষ্টি, সাথে যোগ হয় বজ্রপাত। এ কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি।
পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের জন্য এই ম্যাচটি ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে পরিণত হয়েছে। পরাজিত দল পিএসএল-এর চলতি আসর থেকে ছিটকে যাবে।
এমন পরিস্থিতিতে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে, পয়েন্ট করে ভাগ করে দিবে দুদলের মাঝে। এদিকে, ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লাহোর। অন্যদিকে, সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পেশোয়ার।
ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। যার ফলে ১০ পয়েন্ট নিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নেবে সাকিবের লাহোর। বিপরীতে ৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাবর আজমের পেশোয়ার।