কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ। আগেই জানা গিয়েছিল যে আনচেলত্তি ক্লাব ছাড়ছেন এবং ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে তিনি অনানুষ্ঠানিকভাবে কাজও শুরু করে দিয়েছেন।
আজ এক বিবৃতির মাধ্যমে রিয়াল মাদ্রিদ এই কিংবদন্তি কোচের বিদায় নিশ্চিত করেছেন। আগামীকাল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই রিয়ালের ডাগআউটে আনচেলত্তির শেষ ম্যাচ হতে চলেছে।
রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ এবং কার্লো আনচেলত্তি চুক্তির ইতি টানার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম মহান কিংবদন্তিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অশেষ ভালোবাসা জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ১২৩ বছরের ইতিহাসে সবচেয়ে সফল সময়গুলোর একটিতে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী কোচ হিসেবে নিজের নাম অমর করে রেখেছেন।
আনচেলত্তির রিয়াল মাদ্রিদে অর্জন
আনচেলত্তি রিয়াল মাদ্রিদে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। প্রথমবার ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০২১ সাল থেকে। এই দুই মেয়াদে তিনি রিয়ালের হয়ে রেকর্ড ১৫টি ট্রফি জিতেছেন।
এর মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপ।
এদিকে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও ধারণা করা হচ্ছে, রিয়ালকে বিদায় জানানোর মধ্য দিয়ে আনচেলত্তি হয়তো ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন। যদি তাই হয়, তাহলে ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ হিসেবে তিনি বিদায় নিচ্ছেন।
তার ঝুলিতে রয়েছে সব মিলিয়ে ৩১টি ট্রফি, যার মধ্যে রেকর্ড সর্বোচ্চ ৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও রয়েছে।
ক্লাব ফুটবলকে আপাতত বিদায় জানালেও আনচেলত্তির চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি। তার সামনে এখন জাতীয় দলের হয়ে শিরোপা জেতার কঠিন চ্যালেঞ্জ। রিয়াল ছেড়ে আনচেলত্তির পরবর্তী গন্তব্য পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির মূল লক্ষ্য হবে ২০২৬ বিশ্বকাপ জেতা।
আপনার মতামত লিখুন :