ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রথম দল ঘোষণার দিকে তাকিয়ে আছে ফুটবল বিশ্ব।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি।
এরই মধ্যে ৫০ জনের প্রাথমিক তালিকা থেকে প্রায় অর্ধেক খেলোয়াড়ের নাম ফাঁস হয়েছে।
ফাঁস হওয়া সম্ভাব্য তালিকা
গোলরক্ষক : হুগো সুজা (করিন্থিয়ান্স)
ডিফেন্ডার : দানিলো, ওয়েসলি, লিও ওর্তিজ ও অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), ফাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), অ্যালেক্স টেলেস (বোটাফোগো), ডোডো (ফিওরেন্টিনা), ভান্ডারসন ও কাইও হেনরিকে (মোনাকো), অ্যালেক্সস্যান্ড্রো (লিল)।
মিডফিল্ডার : গার্সন (ফ্লামেঙ্গো), অস্কার (সাও পাওলো), অ্যালান প্যাট্রিক (ইন্টারনাসিওনাল), আন্দ্রে সান্তোস (স্ট্রাসবার্গ), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড)।
ফরোয়ার্ড : নেইমার (সান্তোস), ইগর জেসুস (বোটাফোগো), ইগর পাইক্সাও (ফেইনুর্ড), জোয়াও পেদ্রো (ব্রাইটন), ইভানিলসন (বোর্নমাউথ), অ্যান্টনি (বেটিস), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন), রিচার্লিসন (টটেনহ্যাম)।
ফাঁস হওয়া নামের বাইরেও অভিজ্ঞ খেলোয়াড় যেমন : গোলরক্ষক অ্যালিসন (লিভারপুল) ও এডারসন (ম্যানচেস্টার সিটি), এবং ফরোয়ার্ড ভিনি জুনিয়র (রিয়াল মাদ্রিদ) ও রাফিনহা (বার্সেলোনা) দলে ফিরতে পারেন।
ইনজুরির কারণে এন্দ্রিক ও রদ্রিগো এই দলে থাকছেন না।
আপনার মতামত লিখুন :