বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৩:৪৮ পিএম

সিঙ্গাপুরের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৩:৪৮ পিএম

১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

টিকিট নিয়ে এই আলোচনা-সমালোচনার মধ্যেই সিঙ্গাপুর ম্যাচের জন্য দল সাজাচ্ছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।

তার আগে ৪ জুন একই ভেন্যুতে ভুটানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন রাকিব-মোরছালিনরা।

এই দুই ম্যাচ সামনে রেখে ২৭ জনের দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কাবরেরা। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলসংশ্লিষ্ট একজন জানিয়েছেন, ‘২৬ থেকে ২৭ জনের তালিকা হয়ে গেছে।’

ভুটান ম্যাচে আমরা একটা পরীক্ষা চালাব। এরপর ঠিক করা হবে কারা থাকছেন চূড়ান্ত দলে। নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর এক দিন আগেই ম্যানেজার্স মিটিংয়ে চূড়ান্ত স্কোয়াড ম্যাচ কমিশনারের কাছে জমা দিতে হয়। 

সে ক্ষেত্রে ভুটান ম্যাচের পরও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঠিক করতে তিন থেকে চার দিন সময় পাবেন কাবরেরা। ৩০ মে থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রাথমিক দল ও সম্ভাব্য চমক

এদিকে, প্রাথমিক দল আজ-কালের মধ্যেই ঘোষণা হতে পারে। সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন ২ বা ৩ জুন। ৪ জুন আসার কথা শমিত সোমের। 

ক্যাম্পের প্রথম দিন থেকেই থাকবেন ফাহমিদুল ইসলাম। ভুটান ম্যাচে হামজা ও শমিতের খেলার সম্ভাবনা রয়েছে।

তবে চলতি মৌসুমে শেফিল্ড ইউনাইটেডের হয়ে টানা ম্যাচ খেলা হামজা আর কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিতকে ভুটান ম্যাচে বিশ্রাম দিতে পারেন কাবরেরা।

প্রাথমিক স্কোয়াডে খুব একটা চমক থাকার কথা নয়। গোলকিপার হিসেবে মিতুল মারমা কাবরেরার আস্থার নাম। আবাহনীর জার্সিতে দারুণ এক মৌসুম কাটানো মিতুল ২২ ম্যাচের ১৬টিতে কোনো গোল হজম করেননি। 

স্কোয়াডে জায়গা হতে পারে মোহামেডানের গোলকিপার সুজন হোসেন ও বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণেরও। মিডফিল্ডে হামজা চৌধুরীর সঙ্গে বড় চমক কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা শমিত সোম।

 আরও ডাক পাচ্ছেন মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, শেখ মোরছালিন ও জামাল ভূঁইয়া।

রক্ষণে কাবরেরার পছন্দ মোহামেডানের শাকিল আহাদ, ব্রাদার্সের রহমত মিয়া, পুলিশ এফসিতে খেলা ঈসা ফয়সাল ও কিংসের তারিক কাজী-তপু বর্মণ।

সঙ্গে জায়গা হতে পারে আবাহনীর অভিজ্ঞ সেন্টারব্যাক ইয়াসিন খান ও শাকিল হোসেনের।

আক্রমণভাগ নিয়ে এবার খানিকটা চিন্তায় কাবরেরা। ভারত ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ ফরোয়ার্ডরা। এবার তাই নতুন কোনো চমক থাকলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 

ফর্মে থাকা আবাহনীর মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে আক্রমণভাগে থাকতে পারেন ইতালির ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা ফাহমিদুল।

রূপালী বাংলাদেশ

Link copied!