দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ ভোরে ঢাকায় এসে পৌঁছেছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। তাঁর ভক্তদের জন্য আজকের সকালটা সত্যিই বিশেষ কিছু নিয়ে এসেছে।
বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন এই প্রবাসী তারকা, যা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে।
শমিত সোমের আগমনে বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা এখন ছয়জনে উন্নীত হলো। জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সর্বশেষ সংযোজন হিসেবে এলেন শমিত।
এর আগে তারিক কাজী, কাজেম শাহ, হাজমা চৌধুরী এবং ফাহামিদুল ইসলামও প্রবাসী ফুটবলার হিসেবে দলে যুক্ত হয়েছেন। এটি নিঃসন্দেহে জাতীয় দলের শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শমিতকে বরণ করতে গিয়েছিলেন বাফুফের তিন সদস্য মঞ্জুরুল করিম, ইকবাল হোসেন ও শাখাওয়াত হোসেন।
তাদের একজন গণমাধ্যমকে বলেছেন, ‘শমিত ঢাকায় নেমেছে সকাল পৌনে ৬টায়। বাফুফে ছোট্ট একটি ফুলের তোড়ায় বরণ করেছে তাকে। যেভাবে বরণ করা উচিত ছিল, সেভাবে করা হয়নি।’
বিমানবন্দরে ঊর্ধ্বতন কেউ যেতে পারতেন। কিন্তু তাদের কেউ যাননি। বরণের প্রক্রিয়াটা দেখতে ভালো লাগেনি। এই মন্তব্য বিমানবন্দরের অভ্যর্থনা প্রক্রিয়া নিয়ে কিছুটা অসন্তোষের ইঙ্গিত দেয়।
বিমানবন্দরে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতায় শমিত জানিয়েছেন, বছরের প্রায় ১১ মাসই তাঁকে ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয়, ফলে চাইলেও বাংলাদেশে আসতে পারেন না।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে, বাংলাদেশ তাঁর মনপ্রাণজুড়ে আছে এবং তিনি বাংলাদেশের জাতীয় সংগীতকে ভীষণ ভালোবাসেন। দেশের প্রতি তাঁর এই গভীর টান এবং ভালোবাসার কথা শুনে ফুটবলপ্রেমীরা আরও বেশি আপ্লুত।
আগামী ১০ জুনের ম্যাচ খেলেই পরদিনই তিনি কানাডায় ফিরে যাবেন বলে জানিয়েছেন। শমিত সোমের এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ সফর বাংলাদেশের ফুটবলে নতুন প্রেরণা জোগাবে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন