সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের ডিসেম্বর-জানুয়ারি মাসেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল বিসিবির বোর্ড মিটিং শেষে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু এই তথ্য জানিয়েছেন।
একইসঙ্গে জানানো হয়েছে, এবারের বিপিএলে পাঁচ বছরের জন্য দলের মালিকানা দেওয়া হবে, যা টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করবে।
বিপিএলের গভর্নিং কাউন্সিলে এবার বাইরের সদস্যরাও যুক্ত হবেন, যা স্বচ্ছতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
যদিও টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ছয় মাস বাকি, এখনো পর্যন্ত কয়টি ফ্র্যাঞ্চাইজি এবারের বিপিএলে অংশ নেবে তা নিশ্চিত নয়।
এমনকি কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে বা নতুন করে কারা আসছে, সে বিষয়েও চূড়ান্ত ঘোষণা আসেনি।
তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন যে, নতুন ও পুরোনো ফ্র্যাঞ্চাইজি যেই আগামী আসরে অংশ নেবে, তাদের সঙ্গেই বিসিবি পাঁচ বছরের চুক্তি করবে।
এর আগে জানা গেছে, জনপ্রিয় শহর নোয়াখালী থেকে বিপিএলে দল না থাকায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে আক্ষেপ ছিল শায়ান’স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্যোগে এবার তা দূর হতে চলেছে।
গত ২৪ জুন শায়ান’স গ্লোবাল ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারের অনুমতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে।
এই আবেদনের মাধ্যমে তারা বিপিএলের আসন্ন একাদশ আসরে অংশ নেওয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন :