নারী এশিয়ান কাপ বাছাইপর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণা চাকমার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের ১৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে লাল-সবুজের দলকে লিড এনে দেন ঋতুপর্ণা।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বক্সের ঠিক সামনে একটি ফ্রি কিক লাভ করে তারা। ঋতুপর্ণার নেওয়া প্রথম ফ্রি কিকটি মিয়ানমারের রক্ষণ দেয়ালে প্রতিহত হলেও, ফিরতি বলে তিনি জোরালো কোনাকুনি শট নেন।
মিয়ানমারের রক্ষণভাগ ও গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ালে ইয়াঙ্গুনের গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশি দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।
এই গোলের পেছনে বড় অবদান ছিল শামসুন্নাহারের। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে তিনি একাই মিয়ানমারের বক্সে প্রবেশ করছিলেন।
মিয়ানমারের দুই ডিফেন্ডার তাকে আটকাতে ব্যর্থ হয়ে বক্সের ঠিক আগে ধাক্কা দিয়ে ফেলে দিলে রেফারি ফাউলের বাঁশি বাজান এবং বাংলাদেশ ফ্রি কিক লাভ করে।
গোলের পর বাংলাদেশ খেলায় আরও আধিপত্য বিস্তার করে। তারা দুটি কর্নার আদায় করে এবং ব্যবধান বাড়ানোর সুযোগও তৈরি করে। বিশেষ করে শামসুন্নাহার বাঁ প্রান্ত থেকে বাড়ানো একটি বলে পোস্টে শট রাখতে পারলে বাংলাদেশের লিড দ্বিগুণ হতে পারত।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা এবং ঘরের মাঠে দর্শকদের সমর্থন পেলেও মিয়ানমার এখন পর্যন্ত গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
বাংলাদেশ নিজেদের রক্ষণভাগ সুরক্ষিত রেখে পাল্টা আক্রমণে মনোযোগী হয়েছে।
এই ম্যাচে মিয়ানমারকে হারাতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
আপনার মতামত লিখুন :