এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৭টি গোল দিয়েছে আফিদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি।
কাগজে-কলমে ফেভারিট হিসেবে মাঠে নামা বাংলাদেশ, ফুটবলপ্রেমীদের প্রত্যাশা পূরণ করে বড় ব্যবধানে জয় পাওয়ার দিকেই এগোচ্ছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের মতো র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোকে হারিয়েছে, যা তুর্কমেনিস্তানের বিপক্ষে এই ম্যাচের আগে আত্মবিশ্বাস জুগিয়েছে।
ব্রিটিশ কোচ পিটার বাটলার মিয়ানমার ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছেন। ম্যাচের ৩ মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর মাত্র ৬ মিনিটের মাথায় শামসুন্নাহার গোল করেন এবং ১৩ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন। ম্যাচের ১৬ মিনিটে মনিকা চাকমা এবং ১৭ মিনিটে ঋতুপর্ণা চাকমা গোল করে স্কোরলাইনকে আরও বড় করেন।
বাংলাদেশের আক্রমণের ধার এতটাই তীব্র ছিল যে ১৯ মিনিটেই তুর্কমেনিস্তানের কোচ গোলরক্ষক পরিবর্তনে বাধ্য হন। ২০ মিনিটে তহুরা খাতুনের গোলে স্কোর দাঁড়ায় ৬-০।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে, অর্থাৎ ৪০ মিনিটের মাথায় আবারও গোল করে বাংলাদেশ নারী দল ৭-০ ব্যবধানে এগিয়ে যায়।
বাংলাদেশ একাদশ: রুপ্না চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।
আপনার মতামত লিখুন :