টানা দুই মৌসুম আইপিএল শুরু হওয়ার আগে নাম প্রত্যাহার করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হ্যারি ব্রুক। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন নিয়ম চালুর পর এটাই প্রথম কোনো ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা।
২৬ বছর বয়সী হ্যারি ব্রুক ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক করেন। সে মৌসুমের পর ২০২৪ সালের আইপিএলের আগে তাকে ৪ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন ব্রুক।
পরের বছর একই ঘটনা আবারও ঘটে। ২০২৫ মৌসুমের আগে অনুষ্ঠিত মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি ২৫ লাখ রুপিতে পুনরায় হ্যারি ব্রুককে দলে নেয়। কিন্তু দ্বিতীয়বারের মতো ম্যাচ শুরুর আগেই নাম প্রত্যাহার করায় বিসিসিআইয়ের নতুন নিয়মের আওতায় পড়েন তিনি।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর যদি মৌসুম শুরুর আগে নিজেকে অনুপলব্ধ ঘোষণা করেন, তাহলে পরবর্তী দুই মৌসুম আইপিএল ও নিলামে অংশ নিতে পারবেন না।
সেই নিয়ম অনুযায়ী, হ্যারি ব্রুক ২০২৮ সালের মেগা নিলাম থেকে আবার আইপিএলে খেলার যোগ্যতা পাবেন।
এদিকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ২০২৬ আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। প্রাথমিকভাবে ১৪টি দেশের ১,৩৫৫ জন ক্রিকেটারের নাম পাঠানো হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। সেখান থেকে বাছাই শেষে ৩৫০ জন ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন