ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে লঙ্কানরা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় আসালঙ্কার দল।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় বিকেল তিনটায়। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।
ব্যাট হাতে এদিন ওপেনিংয়ে আসেন নিশাঙ্কা ও মাদুশকা। দলীয় ১৩ রানের মাথায় তানজিম হাসানের সাকিবের বলে শান্তর হাটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাদুশকা। তার ফেরার পর ক্রিজে নামেন কুশল মেন্ডিস।
পাথুম নিশাঙ্কাকে সাথে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার পর দলীয় ১৪.৪ বলে ৬৯ রানের মাথায় লঙ্কান ব্যাটিং ইউনিটে আঘাত করেন তানভীর। ৪৭ বলে ৩৫ রান করে তানভীরের বলে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নিশাঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭১ রান। ৩ বলে ১ রান নিয়ে খেলছেন কামিন্দু মেন্ডিস, এবং ৪০ বলে ৬ চারে ৩৩ রানে অপরাজিত রয়েছেন কুশল মেন্ডিস।
বল হাতে বাংলাদেশের হয়ে ১ টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
এদিকে বর্তমানে সিরিজ ১-১ সমতায় থাকায়, এই ম্যাচটি হয়ে উঠেছে অলিখিত ফাইনালে। যে দল আজকের খেলায় জয়লাভ করবে তাদের হাতেই উঠবে সিরিজের শিরোপা।
আজকের ম্যাচে দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা।
আপনার মতামত লিখুন :