তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠার আগেই মিরাজের বলে কাটা পড়ে সাজঘরের পথ ধরেন কামিন্দু মেন্ডিস।
আজ মঙ্গলবার (৮ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।
খেলার শুরুতেই ব্যাট হাতে ধাক্কা খান লঙ্কানরা। সাকিবের বলে শান্তর হাতে মাত্র ১ রানের মাথায় ক্যাচ দিয়ে আউট হন নিশান মাদুশকা।
প্রথম উইকেট হারিয়ে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার জুটিতে ঘুড়ে দাঁড়িয়ে আবারও উইকেট হারান শ্রীলঙ্কা।
দলীয় ৬৯ রানের মাথায় লঙ্কান ব্যাটিং ইউনিটে আঘাত করেন তানভীর। ৪৭ বলে ৩৫ রান করে তানভীরের বলে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নিশাঙ্কা।
নিশাঙ্কা আউট হলে ক্রিজে নেমে পরপর বাউন্ডারি হাকিয়ে ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দেন কামিন্দু। ঠিক সে সময়ই বল হাতে কামিন্দুকে সাজঘরের পথ ধরান বাংলাদেশের অধিনায়ত মেহেদী হাসান মিরাজ।
আউট হওয়ার আগে ২০ বলে ৩ চারে ১৬ রান করেন কামিন্দু মেন্ডিস।
এই প্রাতবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৪.৩ বলে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান। ক্রিজে ৬১ বলে ৫৫ রান নিয়ে খেলছেন কুশল মেন্ডিস এবং ১৪ বলে ৯ রানে ব্যাট করছেন আসালঙ্কা।
বাংলাদেশের হয়ে বল হাতে একটি করে উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম।
আপনার মতামত লিখুন :