শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০১:২৮ পিএম

মাঠে বসে ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখবেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০১:২৮ পিএম

আগামী রোববার ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

আগামী রোববার ক্লাব বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি মাঠে বসে সরাসরি উপভোগ করবেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

হোয়াইট হাউসে মঙ্গলবার অনুষ্ঠিত এক মন্ত্রিসভা বৈঠকের শেষ দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেন। ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার।

এক মাসব্যাপী চলা এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি মুখোমুখি হবে বুধবারের সেমিফাইনালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মধ্যকার জয়ীর।

ট্রাম্পের ম্যাচে উপস্থিত থাকার খবরে বাড়তি মাত্রা যোগ করেছে ফিফার আরেক ঘোষণা। সোমবার সংস্থাটি জানিয়েছে, নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে তারা একটি অফিস চালু করতে যাচ্ছে এবং ক্লাব বিশ্বকাপের ট্রফি সেখানে রোববারের ফাইনাল পর্যন্ত জনসাধারণের জন্য প্রদর্শিত থাকবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মার্চ মাসে হোয়াইট হাউস সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ফাইনালে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন।

নিউ জার্সির গভর্নর ফিল মারফিও জুনের শুরুর দিকে এক ফোনালাপে প্রেসিডেন্টকে ম্যাচে আমন্ত্রণ জানান, যদিও তখনো নিশ্চিত ছিলেন না তিনি উপস্থিত হতে পারবেন কি না।

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে বসার পর থেকে বিভিন্ন বড় ক্রীড়া আয়োজনে অংশ নিচ্ছেন ট্রাম্প। তিনি এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সুপার বোল ম্যাচে উপস্থিত হন।

এ ছাড়া তিনি এনএফএল-এর সঙ্গে যৌথভাবে ২০২৭ সালের ড্রাফট ওয়াশিংটন ডিসিতে আয়োজনের ঘোষণাও দেন।

এ বছরের ক্লাব বিশ্বকাপকে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের পূর্ব প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে ফিফা। ওই বিশ্বকাপে ৩২ দলের পরিবর্তে ৪৮টি জাতীয় দল অংশ নেবে এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজন করবে বিশাল এই টুর্নামেন্ট।

মেটলাইফ স্টেডিয়ামেই ২০২৬ বিশ্বকাপের আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার মধ্যে রয়েছে গ্র্যান্ড ফাইনালও।

ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, এই মুহূর্তে ক্লাব বিশ্বকাপ এবং আগামী বছরের বিশ্বকাপ আয়োজনের জন্য হোয়াইট হাউসের টাস্কফোর্সসহ প্রেসিডেন্ট ও সরকারের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছি।

এ ছাড়া জুন মাসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ক্লাব বিশ্বকাপের একটি ম্যাচে উপস্থিত ছিলেন সিনসিনাটি শহরে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!