ভ্রমণের ছবির ভিড়ে যখন অধিকাংশই হারিয়ে যায়, তখন ইনস্টাগ্রামে জর্জিনা রদ্রিগেজের এক ছবি যেন পুরো ভূমধ্যসাগরজুড়ে সাড়া ফেলে দিয়েছে।
বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা সম্প্রতি একটি ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন, যেখানে বিলাসবহুল ইয়টে সূর্যস্নানের মাঝে ধরা পড়েছে রোনালদো ও জর্জিনা।
তারা গ্রীষ্মকালীন ছুটিতে এই বিলাসী মেরিনায় আসেন, তাদের জন্য এ যেন বাস্তবতার ছোঁয়া পাওয়া এক স্বপ্নময় অভিজ্ঞতা। যেভাবে কোনো বিশ্বতারকাকে সচরাচর দেখা যায় না।
মুহূর্তেই পাল্টে যায় পরিবেশ। মেরিনার বাতাসে গুঞ্জন ছড়িয়ে পড়ে—‘ওটা কি সত্যিই রোনালদো?’ কিছু চোখে-মুখে বিস্ময়, কেউ আবার ক্যামেরা হাতে উঠিয়ে নেয় এক ঝলক তারকার ছোঁয়া।
তবু আশ্চর্যভাবে দৃশ্যপটটি থেকে যায় নিঃশব্দ ও পরিপাটি। রোনালদো, উন্মুক্ত দেহে সূর্যরশ্মি উপভোগ করছেন। জর্জিনা, চিরচেনা ক্যামেরা-প্রস্তুত রূপে, তবু কোথাও যেন এক অনাবিল পারিবারিক কোমলতা।
ছবিটি কোনো ব্র্যান্ডের প্রচার ছিল না, ছিল না লালগালিচার জমকালো আয়োজন। তবু তাতেই ছিল মুগ্ধতা।
কারণ এটিই ছিল বাস্তব—জীবনের, সম্পর্কের, পারিবারিক নীরব ঘনিষ্ঠতার চিত্র।
আপনার মতামত লিখুন :