ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুধু ক্রিকেটীয় উন্মাদনা নয়, এক বিশাল অর্থনৈতিক শক্তি, তা আবারও প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি ইনকরপোরেটেডের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
আইপিএলের সামগ্রিক ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ২ লাখ ১৮ হাজার ৩০০ কোটি টাকা) দাঁড়িয়েছে।
শুধু ব্র্যান্ড হিসেবে আইপিএলের মূল্যও ১৩.৮ শতাংশ বেড়ে ৩.৯ বিলিয়ন ডলার (প্রায় ৪৬ হাজার ৮০০ কোটি টাকা) ছুঁয়েছে।
ব্র্যান্ড মূল্যে বর্তমানে আইপিএলের শীর্ষস্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
গত মৌসুমে ঐতিহাসিক শিরোপা জেতার সুবাদে তাদের ব্র্যান্ড মূল্য ২২৭ মিলিয়ন ডলার থেকে এক লাফে ২৬৯ মিলিয়ন ডলারে (প্রায় ৩ হাজার ২৭৯ কোটি ২৭ লাখ টাকা) পৌঁছেছে।
চেন্নাই ও মুম্বাইয়ের অবস্থান
আগের শীর্ষস্থান ধরে রাখতে না পারলেও চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড মূল্য সামান্য বেড়ে ২৩১ মিলিয়ন ডলার থেকে ২৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৮৬৪ কোটি ৭৯ লাখ টাকা) হয়েছে। যা তাদের তৃতীয় স্থানে রেখেছে।
উল্লেখ্য, গত আইপিএলে দলটি টেবিলের তলানিতে ছিল। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্তভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
গত বছর ২০৪ মিলিয়ন ডলার থাকা তাদের ব্র্যান্ড মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৪২ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৯৫০ কোটি ১২ লাখ টাকা)।
অন্যান্য দলের ব্র্যান্ড মূল্য
তালিকার চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, যাদের ব্র্যান্ড মূল্য ২২২ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকা)।
পঞ্চম স্থানে সানরাইজার্স হায়দরাবাদ, যাদের মূল্য ১৫৪ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা)।
এরপর ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস (১৫২ মিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার ৮৫২ কোটি ৯৭ লাখ টাকা)।
সপ্তমে রাজস্থান রয়্যালস (১৪৬ মিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার ৭৭৯ কোটি টাকা) এবং অষ্টমে গুজরাট টাইটানস (১৪২ মিলিয়ন ডলার বা প্রায় ১ হাজার ৭৩১ কোটি টাকা), যাদের গত মৌসুমেই মালিকানা পরিবর্তন হয়েছে।
প্রবৃদ্ধিতে পাঞ্জাব কিংসের চমক
নবম স্থানে থাকা পাঞ্জাব কিংস সামগ্রিক তালিকায় পিছিয়ে থাকলেও প্রবৃদ্ধির দিক থেকে তারা সবার চেয়ে এগিয়ে।
নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীনে গত মৌসুমে রানার্সআপ হওয়া দলটির ব্র্যান্ড মূল্য ৩৯.৬ শতাংশ বেড়ে ১৪১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার ৭১৮ কোটি ৮৭ লাখ টাকা) পৌঁছেছে।
সবচেয়ে ব্যয়বহুল দল হয়েও তালিকার দশম ও সর্বনিম্ন স্থানে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, যাদের ব্র্যান্ড মূল্য ১২২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৪৮৭ কোটি টাকা)। তবে তারা প্রবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে (৩৪ শতাংশ) রয়েছে।
হুলিহান লোকির ফাইন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিভাগের পরিচালক হর্ষ এই তালিকা প্রসঙ্গে বলেন, আইপিএল ক্রীড়া ব্যবসায় প্রতিনিয়ত নতুন মানদণ্ড তৈরি করছে।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্য দ্রুত বাড়ছে, মিডিয়া স্বত্বের চুক্তিতে রেকর্ড হচ্ছে এবং ব্র্যান্ড পার্টনারশিপ বিভিন্ন খাতে ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :