ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেসির সাম্প্রতিক পারফরম্যান্স ও মার্কিন মাটিতে তার উপস্থিতিকে তিনি ‘ভাগ্যবান মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মেসি? হ্যাঁ, সে একজন বিশ্বমানের তারকা। সে এই গ্রহের সবচেয়ে বড় ফুটবল তারকা। আমাদের দেশ সৌভাগ্যবান যে সে প্রতি সপ্তাহে এখানে খেলে।’
২০২৫ সালে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ পর্যন্ত ২৯ ম্যাচে করেছেন ২২ গোল এবং দিয়েছেন ৭টি অ্যাসিস্ট। মেজর লিগ সকারে (MLS) তার পারফরম্যান্স এক কথায় অনন্য।
তবে বছর শেষে ইন্টার মিয়ামির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এখনো পর্যন্ত নতুন করে কোনো চুক্তির ঘোষণা আসেনি। ফলে ফুটবলবিশ্বে জল্পনা শুরু হয়েছে—মেসি কি যুক্তরাষ্ট্রেই থাকবেন, নাকি ফিরে যাবেন ইউরোপ কিংবা সৌদি আরবে?
এদিকে ক্লাব ও সমর্থকরা চান, মেসি যেন আরও অন্তত এক মৌসুম ইন্টার মিয়ামির জার্সি গায়ে খেলেন। ক্লাব সূত্রে জানা গেছে, চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চলমান রয়েছে।