বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন নিজের আগ্রহের কথা আরেকবার খোলাখুলি জানালেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, অধিনায়কত্ব পাওয়ার ইচ্ছা তার লোভ থেকে নয়, বরং দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার প্রবল আগ্রহ থেকেই।
তাইজুল ইসলাম মনে করেন, একজন অধিনায়ককে যথেষ্ট স্বাধীনতা দেওয়া এবং তার মতামতের মূল্য দেওয়া অত্যন্ত জরুরি। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, আমি মনে করি না যে, আমি এটা (অধিনায়কত্ব) করতে পারব না। এটা লোভের বিষয় না।
তাইজুলের মতে, অধিনায়ক হিসেবে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকা আবশ্যক—দুই বছর পর আমি আমার দলকে কোথায় দেখতে চাই, সেই লক্ষ্য থাকতে হয়; টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদেরও একই দৃষ্টিভঙ্গি থাকা দরকার।
গত মাসে শান্তকে সরিয়ে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। টেস্টেও মিরাজ তার স্থলাভিষিক্ত হতে পারেন বলে ক্রিকেট মহলে গুঞ্জন রয়েছে।
তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি তিন ফরম্যাটে তিন অধিনায়কের পুরোনো ফর্মুলায় ফেরে, সেক্ষেত্রে ওয়ানডেতে মিরাজ, টি-টোয়েন্টিতে লিটন দাস এবং টেস্টের জন্য নতুন মুখ দেখা যেতে পারে।
এই পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসদের একজন বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন অভিজ্ঞ তাইজুল ইসলাম।
টাইজুল ইসলামের টেস্ট ক্যারিয়ার
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তাইজুল ইসলাম একটি পরিচিত মুখ। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে অভিষেক হওয়া এই বাঁহাতি স্পিনার গত এক দশকে নিরলসভাবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সাকিব আল হাসানের মতো তারকার আড়ালে থাকলেও তাইজুল নিজের পরিসংখ্যান দিয়ে নিজেকে বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তাইজুল তার টেস্ট ক্যারিয়ারে বহু রেকর্ড গড়েছেন। তিনি বাংলাদেশের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেট শিকার করেন, যেখানে সাকিব আল হাসানের লেগেছিল ৫৪ ম্যাচ, তাইজুলের লাগে মাত্র ৪৮ ম্যাচ।
বর্তমানে তাইজুলের ঝুলিতে রয়েছে ৫৫ টেস্টে ২৩৭টি উইকেট।
আপনার মতামত লিখুন :