পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ। শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা আনুষ্ঠানিকভাবে সিরিজ ট্রফি উন্মোচন করেন।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।


ক্রিকেট বলের গঠনেই নান্দনিক শিল্প—এই অনন্য ট্রফিটিই হবে বিজয়ের প্রতীক। সিরিজ শেষে যেকোনো এক দলের হাতে উঠবে দৃষ্টি নন্দন এই ট্রফি।

শুরু হলো প্রতীক্ষার অবসান—ট্রফির ওপর থেকে সাদা কাপড় সরিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দুই দলের অধিনায়ক, লিটন দাস ও সালমান আগা। একসাথে ট্রফি উন্মোচন হলেও শিরোপা জয়ের পথ একেবারেই আলাদা। এখন সময় মাঠের যুদ্ধের—যেখানে একজন হবেন বিজয়ী, আর অন্যজন স্মরণীয় লড়াইয়ের অংশ।


ট্রফিকে ঘিরে হাত মেলাচ্ছেন দুই অধিনায়ক লিটন কুমার দাস ও সালমান আলী আগা, কিন্তু মাঠের লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতার পূর্ণরূপ।
আপনার মতামত লিখুন :