মিরপুরের চেনা কন্ডিশনে ফিরে যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত এখনও টাটকা। কিন্তু এবার ঘরের মাঠে সেই হারের মধুর প্রতিশোধ নিল টাইগাররা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে একেবারে পাত্তাই দিল না লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে মাত্র ১৫.৩ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফখর জামান। তিনি ছিলেন ফিফটির পথে, তবে রানআউট হয়ে থামেন। খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির ৩৩ রানের একটি জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত। তার কাটার-স্লোয়ারে নাজেহাল হয়েছেন পাকিস্তানিরা। ৪ ওভারে মাত্র ৬ রানে ২টি উইকেট নেন তিনি। তাসকিন আহমেদ পান ৩ উইকেট, আর তানজিম সাকিব ও শেখ মেহেদি হাসান নেন একটি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ওভারেই তানজিদ তামিম মাত্র ১ রানে আউট হন। এরপর অধিনায়ক লিটন দাসও ব্যর্থ হয়ে ফেরেন ১ রান করে।
৭ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে সেখান থেকে ম্যাচের রাশ ধরে নেন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে তারা ৭৩ রান যোগ করে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেন।
ইমন তুলে নেন তার ক্যারিয়ার সেরা অপরাজিত ৫৬ রান (৩৯ বলে)। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও জয় নিশ্চিত করে ফেরেন জাকের আলি, যিনি করেন অপরাজিত ১৫ রান।
এই ম্যাচে গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক। ঘরের মাঠে ফিরে বাংলাদেশ দলও যেন সাড়া দিয়েছে সেই সমর্থনে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
আপনার মতামত লিখুন :