ক্রিকেট বিশ্বে ঋষভ পন্তকে সবাই চেনে আগ্রাসী ব্যাটিং আর দুর্দান্ত উইকেটকিপিংয়ের জন্য। তবে মাঠের বাইরেও যে তার এক অদ্ভুত গুণ আছে সেটা সামনে এনেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের স্ত্রী।
২০১৮-১৯ সালের বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন ঋষভ পন্ত হয়ে উঠেছিলেন পেইন দম্পতির সন্তানের ‘বেস্ট বেবিসিটার’!
মেলবোর্নে অনুষ্ঠিত ঐ সিরিজের বক্সিং ডে টেস্টে পেইন আর পন্তের হালকা-পাতলা খুনসুটি চলছিল পুরো ম্যাচজুড়ে।
হাস্যরসের ছলে টিম পেইন পন্তকে বলেছিলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে সিনেমায় যাওয়ার সময় তুমি যদি আমাদের বাচ্চাদের দেখো...’ এ মন্তব্যের জবাবে মাঠেই পন্ত বলেছিলেন, ‘তুমি তো সবসময় ব্যস্ত, একজন ‘পার্ট-টাইম অধিনায়ক!’
সবাই ভেবেছিল, ওটা শুধুই কথার খেলা। কিন্তু বাস্তবে সেটা হয়ে গেল চমকপ্রদ এক মুহূর্ত। সিরিজ শেষে নতুন বছরের দিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আয়োজিত এক অনুষ্ঠানে পেইনের স্ত্রী বনি পেইন যখন সন্তানদের নিয়ে উপস্থিত হন, তখন ঋষভ পন্তকেই দেখা যায় তাদের দেখাশোনা করতে।
পরে বনি পেইন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘বেস্ট বেবিসিটার।’ মুহূর্তেই ভাইরাল হয় ছবিটি।
এই অনন্য মুহূর্ত ছাপিয়ে ক্রিকেট ইতিহাসে ২০১৮-১৯ বর্ডার-গাভাসকার সিরিজ হয়ে থাকে এক মাইলফলক। বিরাট কোহলির নেতৃত্বে ভারতের টেস্ট দল নিজেদের প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।
প্রথম টেস্টে ভারত জেতে ৩১ রানে, দ্বিতীয় ম্যাচে হেরে যায় ১৪৬ রানে। তৃতীয় টেস্টে বুমরাহের আগুন ঝরানো বোলিং আর পুজারা-কোহলির দৃঢ় ব্যাটিংয়ে ভারত জয় পায় ১৩৭ রানে।
চতুর্থ টেস্টে পুজারা ও পন্তের সেঞ্চুরিতে ভারত প্রথম ইনিংসে শক্ত অবস্থান তৈরি করে। যদিও শেষ দিন বৃষ্টিতে ভেসে যায়, তবুও ড্র হওয়া ম্যাচে সিরিজ নিশ্চিত করে ভারত।
আপনার মতামত লিখুন :