দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এবার প্রকাশ্যে এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম কিউরেটর গামিনি ডি সিলভাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।
একই সঙ্গে, বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম মিরপুরের উইকেটের মাটি বদলানোর ইঙ্গিত দিয়েছেন। যা দেশের ক্রিকেটে একটি বড় পরিবর্তন আনতে পারে।
দীর্ঘদিন ধরেই মিরপুরের উইকেট স্লো এবং লো হওয়ার কারণে সমালোচিত। বিসিবির চাওয়া মোতাবেক এমন উইকেট তৈরি করে বাংলাদেশ দল ঘরের মাঠে সাফল্যও পেয়েছে।
তবে যখনই বাউন্সি কিংবা স্পোর্টিং উইকেটের প্রয়োজন হয়েছে, তখন কিউরেটররা সেটা দিতে ব্যর্থ হয়েছেন। এর ফলে বারবারই ব্যর্থতার দায় চাপানো হয়েছে কিউরেটর গামিনির ওপর।
চট্টগ্রামে সাংবাদিকদের নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘মিরপুরে কখনোই স্পোর্টিং উইকেট হয়নি। এর দায় যারা দায়িত্বে রয়েছেন তাদেরই।
আমার মনে হয় না যে, বোর্ডের পক্ষ থেকে লো এবং স্লো উইকেট করতে বলা হয়েছিল। আমরা যখনই বাউন্সি উইকেট চেয়েছি, তখন সেটা পাইনি।’
ফাহিম আরও বলেন, ‘মিরপুরের উইকেট নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট নই। সামনে এ নিয়ে নতুন করে কাজ করতে হবে। প্রয়োজনে এখানকার মাটি বদলানো হতে পারে।’
এদিকে, এশিয়া কাপের আগে বাংলাদেশ জাতীয় দলের একটি ক্যাম্প চট্টগ্রাম কিংবা সিলেটে হতে পারে। বর্তমানে চট্টগ্রামে ‘এ’ দল ও হাইপারফরম্যান্স (এইচপি) দলের প্রস্তুতি চলছে। যা থেকে নির্বাচকরা অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচন করবেন।
আপনার মতামত লিখুন :