রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:১৮ পিএম

থাই তরুণ পাসারাকে কোচ বানাল বাংলাদেশ টেবিল টেনিস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:১৮ পিএম

তরুণ কোচ প্যাটারাথ্রোর্ন পাসারা। ছবি- সংগৃহীত

তরুণ কোচ প্যাটারাথ্রোর্ন পাসারা। ছবি- সংগৃহীত

দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ফেডারেশন মাত্র ২৫ বছর বয়সী থাইল্যান্ডের তরুণ কোচ প্যাটারাথ্রোর্ন পাসারাকে নিয়োগ দিচ্ছে, যা দেশের ইতিহাসে প্রায় নজিরবিহীন। 

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত কম বয়সী একজন কোচের অধীনে প্রায় দ্বিগুণ বয়সী সিনিয়র খেলোয়াড়রা কিভাবে অনুশীলন করবেন?

সাধারণত, ২৫ বছর বয়সকে একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের সবচেয়ে উপযুক্ত সময় ধরা হয়। তবে থাইল্যান্ডের পাসারা এই বয়সেই কোচিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। 

ফেডারেশনের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো একজন চীনা কোচ নিয়োগের ব্যর্থতা। বাজেট ও ভাষার সমস্যার কারণে সেই পরিকল্পনা বাতিল হলে আন্তর্জাতিক অঙ্গন থেকে পাসারার সন্ধান পায় ফেডারেশন।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ (সনেট) বলেন, আমাদের লক্ষ্য ছিল একজন চীনা কোচ আনা। কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়নি। পরে আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকেই থাই কোচের সন্ধান পাই এবং এশিয়ার অনেক দেশ, বিশেষ করে ভারতীয় কর্মকর্তারা তাকে উচ্চ মূল্যায়ন করেছেন।

তিনি আরও জানান, খেলোয়াড়দের বয়স কোচের চেয়ে বেশি হলেও তা কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার মতে, কোচ শেখাবেন, আর খেলোয়াড়দের তা শেখার ও রপ্ত করার মানসিকতা থাকতে হবে।

বর্তমানে বাংলাদেশ টেবিল টেনিস ক্যাম্পে রয়েছেন ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন মাহবুব, যার বয়স প্রায় পঞ্চাশ। অন্যদিকে, নারী দলের অন্যতম খেলোয়াড় সোনাম সুলতানা সোমার ক্যারিয়ারও প্রায় দুই দশকের। 

এই সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে পাসারার বয়সের বড় পার্থক্য নিয়ে টিটি সংশ্লিষ্টদের মধ্যে নতুন সংকট তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে ঢাকা আবাহনী ফুটবল ক্লাব ৩২ বছর বয়সী কোচ নাথান হলকে এনেও সফল হতে পারেনি, যা এই শঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

তবে ২৫ বছর বয়সী এই কোচের আন্তর্জাতিক ক্যারিয়ারও খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ছিল ৩১৪। একই বছরে তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। 

এ ছাড়া, ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক জিতেছেন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও জানিয়েছেন যে শুধু কোচ নিয়োগই নয়, তারা বিদেশ থেকে একজন সহকারী কোচ বা প্র্যাকটিস পার্টনার আনারও পরিকল্পনা করছেন। 

পাশাপাশি, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য দেশের বাইরে একাডেমিতে খেলোয়াড়দের পাঠানোরও ইচ্ছা আছে তাদের।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!