শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৩:৫২ এএম

উইমেনস ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৩:৫২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি, উইমেনস ব্যালন ডি’অর এর জন্য ২০২৫ সালের মনোনীত ৩০ জন নারী ফুটবলারের তালিকা প্রকাশ করেছে  ফ্রান্স ফুটবল। 

সেপ্টেম্বর ২২ তারিখে প্যারিসের ঐতিহাসিক থিয়েটার ডু শাতেলে মিলনায়তনে বসবে এই মহাযজ্ঞের আসর।

এবারের পুরস্কার অনুষ্ঠান হবে আরও বিস্তৃত ও বৈচিত্র্যপূর্ণ। প্রথমবারের মতো নারী খেলোয়াড়দের জন্য কোপা ট্রফি (সেরা উদীয়মান খেলোয়াড়), ইয়াশিন ট্রফি (সেরা গোলরক্ষক) এবং গার্ড মুলার ট্রফি (সেরা গোলদাতা) চালু করা হয়েছে।

গত বছর, আইতানা বোনমাতি টানা দ্বিতীয়বারের মতো উইমেনস ব্যালন ডি’অর জিতে নিয়েছিলেন তার অসাধারণ পারফরম্যান্সের জন্য। বার্সেলোনার হয়ে ক্লাব ও ইউরোপিয়ান প্রতিযোগিতায় তার নেতৃত্বগুণ ও দক্ষতা ফুটবলবিশ্বে প্রশংসিত হয়। 

পাশাপাশি, তার সতীর্থ জেনিফার হেরমোসো পেয়েছিলেন সক্রেটিস অ্যাওয়ার্ড সামাজিক প্রভাবের স্বীকৃতিস্বরূপ, এবং কোচ এমা হেইস পেয়েছিলেন ক্রুইফ অ্যাওয়ার্ড – বছরের সেরা কোচ হিসেবে।

তবে এ বছর ছবিটা একটু ভিন্ন। আইতানার সিংহাসন হুমকির মুখে ফেলতে এগিয়ে এসেছে একঝাঁক নতুন তারকা ও দুর্দান্ত ফর্মে থাকা ফুটবলার। 

পুরস্কার মঞ্চে যেসব সম্মাননা থাকছে

২০২৫ সালের উইমেনস ব্যালন ডি’অর গালায় মোট ১৩টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। পুরুষদের পাশাপাশি এবার নারীদের ক্ষেত্রেও থাকছে:

বর্ষসেরা নারী ফুটবলার, সেরা নারী গোলরক্ষক, সেরা উদীয়মান তরুণী খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সামাজিক প্রভাবের স্বীকৃতি, বছরের সেরা কোচ ও সেরা ক্লাব (নারী বিভাগ)।

মনোনীতদের মধ্যে কারা কারা আছেন?

২০২৪-২৫ মৌসুমের পারফরম্যান্স মূল্যায়ন করে ৩০ জন খেলোয়াড়কে মনোনয়ন দিয়েছে। 

এই তালিকায় রয়েছেন

• লুসি ব্রোঞ্জ - চেলসি (ইংল্যান্ড)

• বারবারা বান্দা - অরল্যান্ডো প্রাইড (জাম্বিয়া)

• আইতানা বোনমাতি - বার্সেলোনা (স্পেন)

• স্যান্ডি বাল্টিমোর - চেলসি (ফ্রান্স)

• মারিওনা কালদেন্তেই - আর্সেনাল (স্পেন)

• ক্লারা বিউল - বায়ার্ন মিউনিখ (জার্মানি)

• সোফিয়া কান্তোরে - ওয়াশিংটন স্পিরিট (ইতালি)

• স্টেফ ক্যাটলি - আর্সেনাল (অস্ট্রেলিয়া)

• মেলচি দ্যুমরনে - লিওঁ (হাইতি)

• টেমওয়া চাউয়িঙ্গা - কানসাস সিটি কারেন্ট (মালাউই)

• এমিলি ফক্স - আর্সেনাল (যুক্তরাষ্ট্র)

• ক্রিস্টিয়ানা জিরেল্লি - জুভেন্টাস (ইতালি)

• এস্থের গনসালেস - গোথাম এফসি (স্পেন)

• ক্যারোলিন গ্রাহাম হানসেন - বার্সেলোনা (নরওয়ে)

• পাত্রি গুইহারো - বার্সেলোনা (স্পেন)

• আমান্ডা গুতিয়েরেস - পালমেইরাস (ব্রাজিল)

• হানা হ্যাম্পটন - চেলসি (ইংল্যান্ড)

• পেরনিল হার্ডার - বায়ার্ন মিউনিখ (ডেনমার্ক)

• লিন্ডসে হিপস - লিওঁ (যুক্তরাষ্ট্র)

• ক্লোয়ি কেলি - আর্সেনাল (ইংল্যান্ড)

• মার্তা - অরল্যান্ডো প্রাইড (ব্রাজিল)

• ফ্রিদা লেওনহার্ডসেন মানউম - আর্সেনাল (নরওয়ে)

• এভা পাওর - বার্সেলোনা (পোল্যান্ড)

• ক্লারা মাতেও - প্যারিস এফসি (ফ্রান্স)

• আলেসিয়া রুসো - আর্সেনাল (ইংল্যান্ড)

• ক্লাউদিয়া পিনা - বার্সেলোনা (স্পেন)

• আলেক্সিয়া পুতেয়াস - বার্সেলোনা (স্পেন)

• ইয়োহানা রিটিং কানেরিউড - চেলসি (সুইডেন)

• ক্যারোলিন ওয়িয়ার - রিয়াল মাদ্রিদ (স্কটল্যান্ড)

• লিয়া উইলিয়ামসন - আর্সেনাল (ইংল্যান্ড)

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!