ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে এক লজ্জাজনক হারের পর অশ্রুসিক্ত নেইমার জুনিয়র। রবিবার ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে সান্তোস। এমন পরাজয়ের পর ম্যাচ শেষে কাঁদতে দেখা যায় নেইমারকে। এই দৃশ্য দেখে মর্মাহত হন তার ১৩ বছর বয়সী ছেলে দাভি লুক্কা।
সন্তানের চোখে বাবার কান্না সহ্য হয়নি। তাই ম্যাচ শেষে বাবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে উদ্দেশ্য করে হৃদয়ছোঁয়া একটি বার্তা পাঠায় দাভি।
বার্তায় সে লিখে, শুভরাত্রি বাবা। আমি জানি আজকের দিনটা তোমার জন্য এবং আমাদের সবার জন্য কঠিন ছিল। কিন্তু জেনে রেখো, যখন সবাই পাশে থাকবে না, তখনও আমি সবসময় তোমার পাশে আছি।
তুমি শুধু একজন অসাধারণ বাবা নও, তুমি আমার আইডল, আমার অনুপ্রেরণা। এমনকি যেদিন তুমি কাঁদো, সেদিনও আমি চাই তুমি মনে রেখো— আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
দাভি আরও লিখেছেন, সবসময় মনে রেখো, তোমার পরিবার তোমার পাশে আছে, ভালো কিংবা খারাপ— সব মুহূর্তে। তুমি আমার বাবা, আর আমি সবসময় তোমার পাশে থাকব। এখন মাথা উঁচু করো এবং প্রতিপক্ষের মুখোমুখি হও যেভাবে সবসময় হয়ে থাকো। তুমি অসাধারণ।
আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে ভালোবাসি। আর কখনো এমন মানুষের জন্য তোমার স্বপ্ন ত্যাগ কোরো না, যারা তোমাকে চিনেই না। আজকের হারকে ব্যর্থতা ভেবে কষ্ট কোরো না, বরং এটিকে প্রেরণা হিসেবে নাও। কখনো ভুলে যেও না— তুমি অসাধারণ বাবা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন