দুর্দান্ত মৌসুম কাটানোর পর হঠাৎ করেই পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় ইতালির তারকা গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তার এই আকস্মিক সিদ্ধান্তের পর থেকেই ইউরোপের বড় বড় সব ক্লাব তাকে দলে ভেড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল।
সেই তালিকায় ছিল ম্যানচেস্টারের দুই জায়ান্ট ক্লাব সিটি ও ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৫ সালের দলবদলের শেষ দিনে চ্যাম্পিয়নস লিগ জয়ী এই গোলরক্ষককে দলে টানল ম্যানচেস্টার সিটি।
দীর্ঘদিন ধরে সিটির গোলবারের নিচে থাকা ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনকে তুর্কি ক্লাব ফেনেরবাচের কাছে বিক্রি করার পরই সিটির এই সিদ্ধান্ত আসে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাত্র ২৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে পিএসজি দোন্নারুম্মাকে ছাড়তে রাজি হয়েছে। এই ইতালিয়ান গোলরক্ষক সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন, যেখানে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
সিটিতে যোগ দিয়ে দোন্নারুম্মা বলেন, 'ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারাটা আমার জন্য খুবই বিশেষ এবং গর্বের একটি মুহূর্ত। এখানে বিশ্বের সেরা প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পাব।
আর বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলার অধীনে খেলা আমার জন্য বিশাল সম্মানের।
এর আগে এসি মিলানে থাকাকালীন থেকেই আলোচনায় আসা দোন্নারুম্মা ক্লাব ফুটবলে ৪১২টি ম্যাচ খেলেছেন। ইতালির জাতীয় দলের হয়েও খেলেছেন ৭৪টি ম্যাচ।
ইউরো ২০২০-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতালিকে শিরোপা জেতাতেও তার বড় অবদান ছিল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন