আর মাত্র একদিন পরেই ভিয়েতনামে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। এই টুর্নামেন্টে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করতে ‘সি’ গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাছাইপর্বের প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম।
এবারের এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ঘোষিত ২৩ সদস্যের বাংলাদেশ দলে আছেন চার প্রবাসী ফুটবলার—কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম, ফাহমিদ সালিক এবং জায়ান আহমেদ।
দলের আক্রমণভাগে আছেন বর্তমান সময়ের সেরা খেলোয়াড় শেখ মোরসালিন, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা এবং আল-আমিন।
গোলরক্ষকের দায়িত্বে আছেন মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান ও মো. আসিফ। তাদের মিলিত পারফরম্যান্স দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে।
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য বাংলাদেশের প্রস্তুতি ছিল বেশ কঠোর। আগস্টের শুরু থেকে রাজধানীতে অনুশীলন করার পর তারা ১২ দিনের ক্যাম্পের জন্য বাহরাইনে যায়, যেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি।
ভিয়েতনামের পর বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ হলো ইয়েমেন এবং সিঙ্গাপুর। প্রধান কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা ৬ সেপ্টেম্বর ইয়েমেন এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে।
২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান ও মো. আসিফ।
ডিফেন্ডার: জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, কামাচাই মারমা আকে, সাব্বির হোসেন, রিমন হোসেন, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী।
মিডফিল্ডার: মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, ফাহমিদ সালিক, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মোহসিন আহমেদ, কিউবা রাউল মিচেল, ফাহমিদুল ইসলাম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিসান, মিরাজুল ইসলাম, রাব্বী হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা ও আল আমিন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন