রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০২:৫০ পিএম

আবারও দেখা গেল পোলার্ডের বিধ্বংসী ব্যাটিং

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০২:৫০ পিএম

কাইরন পোলার্ড। ছবি- সংগৃহীত

কাইরন পোলার্ড। ছবি- সংগৃহীত

কাইরন পোলার্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে আবারও মুগ্ধ ক্রিকেট বিশ্ব। মাত্র ১৮ বলে অপরাজিত ৫৪ রানের এক ঝড়ো ইনিংস খেললেন এই ক্যারিবিয়ান তারকা, যা ত্রিনবাগো নাইট রাইডার্সের নিয়ে গিয়েছিল ১৬৭ রানে। 

কিন্তু দুর্ভাগ্যবশত, তার এই অসাধারণ ইনিংসও দলকে জেতাতে পারল না। গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ৩ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ত্রিনবাগোর শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ৩৯ রানেই তারা ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে।

এরপর কেসি কার্টি ও ড্যারেন ব্রাভোর ব্যাটে প্রতিরোধ গড়ে উঠলেও, ব্রাভো আউট হলে দলের রান দাঁড়ায় ৯৫-এ। তখনই মাঠে নামেন কাইরন পোলার্ড।

পোলার্ড মাঠে নেমেই স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। প্রথম দুই বল দেখে নিয়ে তৃতীয় বলে প্রথম ছক্কা হাঁকান। এরপর থেকে আর থামেননি। ইমরান তাহিরের এক ওভারে চার-ছক্কার বন্যা বইয়ে দেন। 

ইনিংসের শেষ ওভারে রোমারিও শেফার্ডকে টানা দুটি ছক্কা ও দুটি চার মেরে তিনি মাত্র ১৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা। এর মধ্যে তার ১৭ বলে করা ফিফটিটি সিপিএলের ইতিহাসে যৌথভাবে তৃতীয় দ্রুততম।

পোলার্ডের এই ইনিংসটি কেবল দ্রুততম ফিফটির রেকর্ডই নয়, এটি সিপিএলের ইতিহাসে হেরে যাওয়া ম্যাচে দ্রুততম অর্ধশতকও। তার মোট রানের ৯২ শতাংশই এসেছে বাউন্ডারি থেকে (৫০ রান), যা সিপিএলে আন্দ্রে রাসেল ও এভিন লুইসের মতো পাওয়ার হিটারদের কাতারে তাকে স্থান দিয়েছে।

জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ভালো শুরু করে। শাই হোপের ৪১ বলে ৫০ ও শিমরন হেটমায়ারের ৩০ বলে ৪৯ রানের ইনিংস তাদের জয়ের ভিত গড়ে দেয়। 

শেষ দিকে ডোয়াইন প্রিটোরিয়াস মাত্র ১৪ বলে ২৬ রান করে দলের জয় নিশ্চিত করেন। এবং প্রিটোরিয়াস ম্যাচ সেরা হন।

এদিকে চলতি আসরে পোলার্ড এখন পর্যন্ত ৭২ গড়ে ও ১৮৫ স্ট্রাইক রেটে ২৯১ রান করেছেন তিনি। 

রূপালী বাংলাদেশ

Link copied!