সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:৫৫ এএম

নওয়াজের হ্যাটট্রিকে ত্রিদেশীয় সিরিজ জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:৫৫ এএম

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। ছবি- সংগৃহীত

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতল পাকিস্তান। ছবি- সংগৃহীত

শারজাহতে মোহাম্মদ নওয়াজের হ্যাটট্রিকে পাকিস্তান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতল। ফাইনাল ম্যাচে আফগানিস্তানকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

রোববার, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে। জবাবে আফগানিস্তান মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায়।

পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। প্রথম ওভারেই ফজল হক ফারুকির বলে শূন্য রানে ফিরে যান ওপেনার সাহিবজাদা ফারহান। এরপর সাইম আইয়ুব (১৭) ও ফখর জামান (২৭) ৪৯ রানের জুটি গড়েন। 

কিন্তু রশিদ খানের স্পিন ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক পর্যায়ে ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। 

দলের এই বিপর্যয়ের সময়, মোহাম্মদ নওয়াজ ব্যাট হাতে ২৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ পর্যন্ত পাকিস্তান ১৪১ রানের স্কোর গড়ে তোলে।

আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৩ উইকেট, নুর আহমদ ও ফজল হক ফারুকি ২টি করে উইকেট শিকার করেন।

১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে (৫) ফিরিয়ে দেন। এরপরই শুরু হয় মোহাম্মদ নওয়াজের জাদু।

এক ওভারে পরপর দুই বলে দরবিশ রাসুলি ও আজমাতুল্লাহ ওমরজাইকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন তিনি। পরের ওভারের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন নওয়াজ।

একই ওভারে তিনি শূন্য রানে করিম জানাতকেও ফেরান। আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩২ রানে ৫ উইকেট।

এরপরও নওয়াজ থামেননি। তিনি তার পঞ্চম শিকার হিসেবে আফগান অধিনায়ক রশিদ খানকে (১৭) আউট করেন। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস মাত্র ৬৬ রানে গুটিয়ে যায়।

বল হাতে ক্যারিয়ারসেরা পারফর্মেন্সে মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এ ছাড়া আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম ২টি এবং শাহিন আফ্রিদি ১টি উইকেট পান।

রূপালী বাংলাদেশ

Link copied!