এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আবু ধাবিতে টস হেরে শুরুতে ব্যাট করে ১৪৩ রান সংগ্রহ করেছে হংকং। ১৪৪ রানের জবাবে নামা বাংলাদেশ ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিমকে হারিয়েছে ৪৭ রানে।
বাংলাদেশ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। ইমন ১৪ বলে দুই চার ও এক ছক্কায় ১৯ রান করে ফিরেছে। তামিম ১৮ বলে ১৪ রান করে আউট হয়েছেন।
এর আগে হংকং ব্যাটিংয়ে নেমে ৪.৪ ওভারে ৩০ রানে ২ উইকেট হারায়। ওপেনার আংশুমান রাঠকে (৪) ফেরান তাসকিন। তিনে নামা অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াতকে (১৪) তুলে নেন তানজিম।
সেখান থেকে ৪১ রানের জুটি দেন অন্য ওপেনার জিসান আলী ও চারে নামা নিজাকাত খান। এর মধ্যে জিসান ৩৪ বলে ৩০ রান করে আউট হন। তিনি তিনটি চার ও একটি ছক্কা মেরে তানজিমের বলে ক্যাচ দেন। নিজাকাত দলের পক্ষে সর্বাধিক ৪২ রান করেন।
৪০ বলে দুটি চার ও একটি ছক্কা মারা ব্যাটারকে তুলে নেন রিশাদ। এছাড়া অধিনায়ক ইয়াসিম মর্তুজা ১৯ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ রান করেন।
বল হাতে তাসকিন ও তানজিম দুটি করে উইকেট নিলেও ৪ ওভার করে বল করে যথাক্রমে ৩৮ ও ২১ রান খরচ করেন। লেগ স্পিনার রিশাদ ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন