এশিয়া কাপের ১৭তম আসরের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিজাকাত খান ও ইয়াসিম মর্তুজার দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল হংকং। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে হংকং।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে হংকংকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হংকং। দলীয় ৭ রানে তাসকিনের বলে ব্যক্তিগত ৪ রানে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন হংকং ওপেনার আংশুমান রাঠ।
আংশুমান আউট হলে ব্যাট হাতে ক্রিজে আসে হংকংয়ের অভিজ্ঞ ব্যাটার বাবর হায়াত, ফিজে এসে শুরু থেকেই ব্যাট চালানোর চেষ্টা করেন হায়াত।
পাওয়ার প্লেরে ৫ম ওভারে তানজিম হাসান সাকিবকে ছক্কা মেরে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে টিকতে পারেননি হায়াত। তার পরের বলে সাকিবের বলে ব্যক্তিগত ১২ বলে ১৪ রানে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন।
বাবরকে হারিয়ে আরও চাপে পড়ে হংকং। দলকে চাপ থেকে তুলে নেওয়ার চেষ্টায় ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার জিসান আলী। পাওয়ার প্লে শেষে জিসানের ব্যাটে ভর করে কিছুটা চাপ সামলে ওঠে হংকং।
দলীয় ১১.৩ বলে ৭১ রানের মাথায় তানজিম সাকিবের বলে বড় শর্ট খেলতে গিয়ে মুস্তাফিজুর রহমানের দারুণ ক্যাচে ৩ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৩০ রানে আউট হন জিসান আলী।
জিসানের বিদায়ের পর ব্যাট হাতে মাঠে আসেন দলীয় অধিনায়ক ইয়াসিম মর্তুজা—নিজাকাত খানকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রগের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে মর্তুজা।
দলীয় ১৭.১ বলে ১১৭ রানের মাথায় ভুল বোঝাবুঝিতে ১৯ বলে ২ চার ২ ছক্কায় ২৮ রান করে আউট হন হংকং অধিনায়ক।
শেষদিকে নিজাকাত খানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে হংকং। এই ম্যাচে বাংলাদেশকে জিতলে ১২০ বলে করতে হবে ১৪৪ রান।
এ দিন হংকংয়ের হয়ে ব্যাট হাতে ৩৪ বলে ৩০ রান করেন জিসান আলী, ১২ বলে ১৪ রান করেন বাবর হায়াত, ১৯ বলে ২৮ রান করেন ইয়াসিম মর্তুজা, ৪০ বলে ৪২ রান সংগ্রহ করেন নিজাকাত খান।
বাংলাদেশের হয়ে বল হাতে ৪ ওভার বল করে ২১ রানে ২ উইকেট সংগ্রহ করেন তানজিম হাসান সাকিব। অপরদিকে তাসকিন আহমেদ ও ৪ ওভার বল করে ৩৮ রাপন খরচে তুলে নেন ২ উইকেট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন