এশিয়া কাপের ১৭তম আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৪০ রানের টার্গেট দিল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে টাইগাররা।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক চারিথ আসালাংকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
টাইগারদের হয়ে এদিন ওপেনিংয়ে আসে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। ব্যাটিংয়ে নেমে লঙ্কান পেসারদের তোপের মুখে পড়েন দুই ওপেনার। ৬ বল খেলে কোনো রান না করে বোল্ড আউট হয়ে সাজঘরের পথ ধরেন তানজিদ তামিম।
তামিম ফেরার ৪ বল পরে একই পথ ধরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। ৪ বলে কোনো রান না করে ক্যাচ আউট হয়ে ফেরেন ইমন।
তামিম- ইমনকে হারিয়ে যখন চাপে পড়ে বাংলাদেশ, তখনি ৩ রান নিতে গেয়ে রান আউট হয়ে দলকে আরও চাপে ফেলে দেন তাওহীদ হৃদয়।
এদিন দলকে চাপ থেকে একাই টেনে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। দলীয় ৫৩ রানের মাথায় ব্যক্তিগত ২৬ বলে ২৮ রান করে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
৫৩ রানে ৫ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল টাইগাররা তখনি ব্যাট হাতে দলকে টেনে নেওয়ার দায়িত্ব নেন শামীম ও জাকের আলী।
শামীম পাটোয়ারি ও জাকের আলীর চেষ্টায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৩৪ বলে ৪২ রান করেন শামীম পাটোয়ারি, ৩৪ বলে ৪১ রান করেন জাকের আলী, ২৬ বলে ২৮ রান করেন লিটন কুমার দাস।
লঙ্কানদের হয়ে বল হাতে ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, এবং ১টি করে উইকেট নেন নুয়ান থুসারা ও দুশমন্থ চামিরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন