বাংলাদেশের দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাল শ্রীলঙ্কা। শরীফুল ইসলামের করা প্রথম ওভারে ৪ রান তোলে শ্রীলঙ্কা।
দ্বিতীয় ওভারে আক্রমণে আসা আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের তৃতীয় বলে ছক্কা মেরে দেন পাতুম নিশাঙ্কা।
২ বল পরেই বাংলাদেশকে উইকেট এনে দেন মুস্তাফিজ। দলীয় ১৩ রানের মাথায় বেড়িয়ে যাওয়া বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন কুশল মেন্ডিস (৬ বলে ৩ রান)।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় রাত সাড়ে আটটায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৬ রান।
এর আগে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক চারিথ আসালাংকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৩৪ বলে ৪২ রান করেন শামীম পাটোয়ারি, ৩৪ বলে ৪১ রান করেন জাকের আলী, ২৬ বলে ২৮ রান করেন লিটন কুমার দাস।
লঙ্কানদের হয়ে বল হাতে ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, এবং ১টি করে উইকেট নেন নুয়ান থুসারা ও দুশমন্থ চামিরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন